-: বন ধ্বংসের ফলেই বাড়ছে বুনোজন্তুর তান্ডব :-
ফালাকাটা সহ কুঞ্জনগর ও জলদাপাড়া সংলগ্ন এলাকাগুলো হাতি ও অন্যান্য বন্যজীবে পথ চলাচলের করিডোর হিসাবেই ব্যবহার করতো একসময়। এই সকল এলাকায় বসতি গড়ে ওঠার সাথে সাথে বন্য প্রাণীরা বনের মধ্যে সীমাবদ্ধ হতে থাকে।
কিন্তু যখনই বনে খাদ্যের সংকট হয় তখনই এরা পুরোনো করিডোর দিয়ে খাবারের সন্ধানে গ্রামের ক্ষেত, চাষের জমিতে ফসলের খোঁজে বেড়িয়ে পরে। বিগত কয়েক দশকে গ্রামগুলোও শহররূপী হয়েছে। ফলে বন্যজীবের হৃত আস্তানার সাথে আজকের জনবসতির যে সংঘাত তৈরি হয়েছে তারই পরিণাম বসতি এলাকায় হাতি, লেপার্ড ও অন্যান্য জীবের আনাগোনা।
তারমধ্যে জলদাপাড়া কুঞ্জনগর খয়েরবাড়ী প্রভৃতি বন্য এলাকার গাছ যেভাবে চোরাচালানকারীদের অত্যাচারে দিনের পর দিন ধ্বংস হচ্ছে তাতে বনের ভেতর খেলার মাঠ তৈরি হয়েছে এসব বন্য এলাকায়। ফলে পশুপাখিরা আজ দিশেহারা খাদ্য বাসস্থানের অন্বেষণে। যার ফলে স্বরূপ মাঝে মাঝেই ঘন বসতি পূর্ণ ডুয়ার্সের এই সকল এলাকায় হাতি সহ একাধিক বন্য জীবের বিচরণ দেখা যাচ্ছে ঘন ঘন। যার পরিণাম অস্তিত্বের সংকটে এই বন্য প্রাণীরাই শুধু নয়, নিরাপত্তার সংকটে এতদ অঞ্চলের জনপদগুলিও।
সাতসকালে ফালাকাটা মাদারীরোডে হাতির তান্ডব :-