-: বিনোদন বিজ্ঞাপন অভিনয় জগতে উত্তরের উঠতি মুখ পায়েল :-
নাটক হোক বা সিনেমা, মডেলিং হোক বা অ্যানকারিং বিনোদনের সব ময়দানেই উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব মঞ্চেই পা বাড়িয়েছেন অভিনেত্রী পায়েল মুখার্জী। শর্ট ফিল্ম থেকে শুরু করে পূর্ণাঙ্গ ছায়াছবি , এমনকি নাটকে অভিনয় থেকে মঞ্চ পরিচালিকার ভূমিকাতেও যথেষ্টই সাবলীল পায়েল।
উত্তর ও দক্ষিণবঙ্গের বেশকিছু শর্ট ফিল্ম ও পূর্ণাঙ্গ ছবিতে ইতিমধ্যেই পায়েলকে দেখা গিয়েছে মুখ্য অভিনেত্রীর ভূমিকায়। যুক্ত রয়েছেন থিয়েটার জগতের সাথেও।
মঞ্চ পরিচালনাতেও পায়েল অনবদ্য ফলে বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ পরিচালিকার ভূমিকায় উত্তরের এই মিষ্টি অভিনেত্রীকে প্রায়ই মাইক্রোফোন হাতে অবতীর্ণ হতে দেখা যায়।
মডেলিং ও বিজ্ঞাপনেও সাবলীল উত্তরের এই তারকা। পথ চলতে চলতে আকাশ ছোঁয়া হোর্ডিং এ টলিউড বলিউডের খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি পায়েলকে দেখে হটাৎ চমকে উঠবেন না। কারণ বিনোদন বিজ্ঞাপন অভিনয় জগতে উত্তরের এই শিল্পী এখন শুধু উদীয়মান নয় স্বস্থানে সুপ্রতিষ্টিতও বটে।