-: মাদারিহাট আচমকা ক্লাবের শ্যামাপুজায় থিম মাতৃঋণ :-
সব্যসাচী ঘোষ, মাদারিহাট :-
মাদারিহাট আচমকা ক্লাবের এবছর ৩৬তম শ্যামাপুজা ও দীপাবলি উৎসব। ডুয়ার্সের বিগ বাজেটের কালিপুজার মধ্যে আচমকা ক্লাবের সুনাম রয়েছে। এবছর তাদের থিম মাতৃঋণ। জন্ম থেকে সন্তানকে বড় করে তোলার পেছনে মায়ের যে শর্তহীন স্বার্থহীন অবদান তাই ফুটে উঠবে আচমকার প্যান্ডেল ও আলোকসজ্জায়।
শার্ট, ঘড়ি, ও মাটির বিভিন্ন সরঞ্জাম দিয়ে পান্ডেলটি সজ্জিত হবে। পুজো প্রাঙ্গণের প্রবেশ পথ গুলোতে থাকবে ১৬টি আলোক তোরণ। সুসজ্জিত প্যান্ডেল, প্রতিমা ও আলোকসজ্জার পাশাপাশি সামাজিক বিভিন্ন অনুষ্ঠানও রেখেছে ডুয়ার্সের এই ঐতিহ্যবাহী ক্লাবটি। তার মধ্যে গেরগেন্ডা ও ধূমচি পাড়া চা বাগানে শীতবস্ত্র বিলি সহ একাধিক সমাজ কল্যাণ মূলক কাজেও অংশগ্রহণ করবেন আচমকা সদস্য সদস্যা বৃন্দ।
পুজো প্রাঙ্গনে দর্শনার্থীদের সুবিদার্থে পানীয় জল ও বিপদ কালীন পরিস্থিতির জন্য অ্যাম্বুলেন্স পরিসেবাও প্রদান করা হবে বলে জানান ক্লাব সদস্যরা।