-: মুক্তি পেতে চলেছে রাজবংশী ছবি ‘মানসাই’ :-
নদী কখনো সুখের ডালি নিয়ে আসে কখনো বা নিয়ে আসে দুঃখের পাহাড়। আর এই সুখ দুঃখ নিয়েই মানব জীবন। উত্তরের পরিচালক আশুতোষ দাসের রাজবংশী ছবিতে উঠে এসেছে মানসাই নদীর তীরের মানুষের দৈনন্দিন সুখ দুঃখের কাহিনী।
নদীর তীরের মানুষের কাছে বহুরূপী নদী কখনো কখনো বয়ে নিয়ে আসে আশীর্বাদ, আবার সেই নদীই কখনো চেনা মানুষগুলোর কাছে অচেনা হয়ে অভিশপ্ত হয়ে ওঠে। মানসাই নদীর তীরের মানুষের সুখ দুঃখের এই জীবন কাহিনী পরিচালক আশুতোষ দাসের রাজবংশী ছবি ‘মানসাই’ তে ফুটে উঠবে শীঘ্রই।
ছবিতে মুখ্য অভিনয়ে আছেন উত্তরেরই অভিনেতা অর্জুন সুব্রত ও অভিনেত্রী পায়েল মুখার্জী। ছবিটি প্রযোজনা করেছেন জয় ব্যানার্জী।
ইতিমধ্যেই এই ছবির গান মুক্তি পেয়েছে যা সকলেরই মনোগ্রাহী হয়েছে। খুব শীঘ্রই উত্তরের প্রানের সাথে জড়িত এই কথাকাহিনী সমগ্র ডুয়ার্স ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সিনেমা হল’গুলোতে মুক্তি পেতে চলেছে।