-: সুবর্ণ জয়ন্তীর আলোকে সুভাষ পল্লী ইউনিট:-সব্যসাচী ঘোষ, ফালাকাটা :-
রাত পেরোলেই দেশ জুড়ে শুরু হবে দীপাবলি উৎসব আর মা কালীর আরাধনা। গুটি গুটি পায়ে পথ চলতে চলতে ফালাকাটার ঐতিহ্যবাহী ক্লাব সুভাষ পল্লী ইউনিটের এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষ যার সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবার শ্যামাপুজা ও দীপাবলি উৎসবের পালা।
সুভাষ পল্লী ইউনিটের শ্যামাপুজা মানেই বিগ বাজেটের প্যান্ডেল, শৈল্পিক প্রতিমা, আর দৃষ্টিনন্দন আলোকসজ্জা। সুবর্ণ জয়ন্তী বর্ষে এবার তাদের থিম সোনার খাঁচায় স্বপ্ন ফেরি। শুধু প্যান্ডেল আর আলোকসজ্জাই নয় প্রতিবছরই দীপাবলির শুভলগ্নে সুভাষ পল্লী ইউনিট দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ করে থাকে। এবছরও তার ব্যতিক্রম হবে না। দেওয়া হয় গুণীজন ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা।
সারাবছর খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কাজের পাশাপাশি উৎসবের এই মরসুমে সুভাষ পল্লী ইউনিট যেন তার জৌলুস ও কৌলিন্যের স্বমহিমায় ফিরে আসে। সুবর্ণ জয়ন্তীর এই মহাসন্ধিক্ষনে গোটা ফালাকাটা তাকিয়ে ঐতিহ্যবাহী এই ক্লাবের শ্যামাপূজা ও দীপাবলি উৎসবের চমক দেখার জন্য।